কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধু মেলা ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, যশোর মোঃ জিয়াউদ্দিন আহমেদ, যশোর এম এম কলেজের প্রফেসর ড.খন্দকার এহসানুল কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি, অধ্যাপক গোলাম রসূল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাহিদ হাসান টুকুন সভাপতি প্রেসক্লাব, যশোর, এডভোকেট মোঃ ইসহাক, সাবেক পিপি ও চেয়ারম্যান, যশোর পৌরসভা।ডক্টর আবুল কালাম আজাদ লিটু, সাধারণ সম্পাদক, যশোর ইন্সটিটিউট। বেনজীর খান, লেখক ও গবেষক যশোর। লাভলী ইয়ামিন, আঞ্চলিক পরিচালক, অধিদপ্তর খুলনা মোহাম্মদ মোক্তার আলী আমির বাংলাদেশ জামায়াত ইসলামী কেশবপুর যশোর, জেসমিনা মুর্শিদ প্রাপ্তি সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর ও কেশবপুর নিউজ ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ আশরাফুজ্জামান সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মধুমেলা উদ্বোধনী অনুষ্ঠানে কেশবপুর উপজেলার সকল র্শ্রেণীর আনন্দময় মানুষগুলো উপস্থিত ছিলেন।