মাগুরা সংবাদদাতা
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, জেলা পরিবেশক সমিতি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, সপ্তক সাহিত্য চক্র, সাংস্কৃতিক ফোরাম, পরিবর্তনে আমরাই, সম্মিলিত নাগরিক সমাজ, সুপ্রভাত বাংলাদেশ শাখা, সারা বাংলা ৮৮, নৃত্যাঙ্গন ও লোক সংস্কৃতি কেন্দ্র, সুরসপ্তক, বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর, পিকুল খান, আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা গণকমিটির আহবায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, কেন্দ্রীয় বাসদের সদস্য শম্পা বসু, জেলা জাসাসের আহবায়ক এ্যাড কাজী মিহির, সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান, সুদেব চক্রবতী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিদর্শন দল কলেজটি পরিদর্শন করে সন্তষ্টি প্রকাশ করেছেন। মাগুরা মেডিকেল কলেজের একাডেমিক ও অবকাঠামোগত মান যথেষ্ঠ উন্নত তাই কলেজটিকে বাঁচিয়ে রাখা সরকারের কর্তব্য। আমরা বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে বলতে চাই দ্রুত মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন এবং সকল প্রকার যড়যন্ত্র রোধ করে এটা প্রতিষ্ঠার। এ দাবি বাস্তবায়ন না হলে সমাবেশে বক্তারা আরো কঠোর আন্দোলনের হুশিসয়ারি দেন।