বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ ফিনেন্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের উদ্যোগে শনিবার শহরের একটি হোটেলে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াই শীর্যক কর্মশালা হয়েছে। এতে লিড ব্যাংক হিসেবে ছিলো ঢাকা ব্যাংক।
কর্মশলায় খুলনা বিভাগের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিনেন্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থার অতিরিক্ত পরিচালক সৈয়দ গোলাম শাহজারুল আলম। বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক যশোরের ব্যবস্থাপক হুমায়ন কবীর।
কর্মশালায় প্রধান অতিথি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, বিগত বছরগুলোতে দেশে ওয়াইট কালার ক্রিমিনালরা অর্থপাচার করেছে। আর যাতে দেশ থেকে অর্থ পাচার না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকারদের সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। এজন্য সবাইকে এক হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
ভবিষ্যতে কেউ যাতে মানিলন্ডারিং করতে না পারে সেজন্য ব্যাংকারদের ভূমিকা রয়েছে। হুন্ডিতে লেনদেন বন্ধ করতে হবে। এটা দেশের জন্য অকল্যাণকর। মানিলন্ডারিং ও হুন্ডি বন।ধ করা গেলে আমাদের দেশ সোনার দেশে পরিণত হবে।