বাংলার ভোর প্রতিবেদক
যশোর আরএন রোডে অনুষ্ঠিত আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে। চার দিনব্যাপি মেলায় জেলার ৬০ টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। যুগের সাথে তাল মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ভাবনের জন্য যশোরে খ্যাতি দেশব্যাপি। সেই খ্যাতি আরও ছড়িয়ে দিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখা এই মেলার আয়োজন করে।
মেলার সমাপনী দিনে ৬০টি স্টলে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের হাতে সনদ পত্র তুলে দেওয়া হয়। সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলইপিবিপিসি বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক এসএম আনোয়ার হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির অফিস সচিব মোশারফ হোসেন মীর, সংগঠনের জেলা শাখার সিনিয়র সহসভাপতি সিরাজ খান মিন্টু, সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াকুব আলী প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম বাবু।