বাংলার ভোর প্রতিবেদক
সোমবার রাতে শহরের ঘোপ নোয়াপাড়া রোডে উদ্বোধন করা হয়েছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাত ৮ টায় ফিতা কেটে এ স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। পরে অনিন্দ্য ইসলাম অমিত উদ্বোধনী কেক কাটেন। এ সময় তিনি বলেন, সঠিক নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার নিশ্চয়তায় একটি ডায়াগনস্টিক সেন্টার মানুষের আস্থা অর্জন করতে পারে। ডিএনএ ডায়গনস্টিক সেন্টার মানুষের সে আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, ডিএনএ (ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড) ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রাশেদুল আহসান, ম্যানেজিং ডিরেক্টর এএসএম রাশেদুল হাসান, ল্যাব ডিরেক্টর ড. মো. আলাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন, যাবিপ্রবি’র বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল