বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের কারবালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুন্নি ওয়েল্ডিং ওয়ার্কশপের টিনের ছাউনি কেটে ২ লাখ টাকা মালামাল চুরি হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে।
দোকান মালিক কারবাল এলাকার মিলন সরদার (৪৬) জানিয়েছেন, প্রতিদিনের মতো গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল পৌনে ৯টার দিকে দোকানের সার্টার খুলে ভেতরে ঢোকেন।
সে সময় দেখতে পান দোকানের রাখা বিভিন্ন মালামাল নেই। দোকানের টিনের ছাউনি কাটা। দোকান থেকে একটি ড্রিল মেশিন, ৪টি শান মেশিন, আর্মিদের অর্ডার দেয়া ৭/৮টি লোহার প্লেট, ওয়েল্ডিংয়ের বিভিন্ন জিনিসপত্র, লোহার মালামাল ও বিদ্যুতের সার্ভিস তার নেই।
সব মিলিয়ে দুই লাখ টাকার মালামাল অজ্ঞাত চোর বা চোরচক্র চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।