বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদকবিরোধী অভিযানে সাড়ে ছয় কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর সদরের শেখহাটি মিয়াবাড়ি মোড়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সাবিনা ইয়াসমিনকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক করেন।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির সাড়ে ৬ হাজার টাকাও জব্দ করা হয়। অভিযানকালে অপর আসামি আব্দুল গফুর মোল্লা পালিয়ে যান।
এ ঘটনায় সংস্থার উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।