বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ৪ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার সকালে প্রশিক্ষণ কোর্সটি যশোরের আরবপুরস্থ বাঁচতে শেখা প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। এ কোর্সে জেলার ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান।
এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যশোর জেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর হবে এবং জনগণ তাদের কাক্সিক্ষত ন্যায়বিচার লাভ করতে সক্ষম হবে।