বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়েছে ইয়াবা নিজ রাখাও বেচাকেনার অভিযোগে দু’জনকে আটক করেছে। আটকরা হচ্ছেন শহরতলী পালবাড়ীর ইকরাম মন্ডল ও শহরের শংকরপুরের রবিউল ইসলাম। এ ঘটনায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির পুলিশ শুক্রবার সন্ধ্যায় চাঁচড়া রায়পাড়া রেলস্টেশন মাদ্রাসা রোড শিফাউল আমরাজ হোমিও হলের সামনে থেকে রবিউল ইসলাম ও ওই এলাকার মাদক কারবারি শিউলী ওরফে শিল্পী ওরফে ছোটর বউ ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে আটক করে।
পরে রবিউল ইসলামের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
সদর পুলিশ ফাঁড়ির পুলিশ ২১ জুন রাতে শহরের সিটি কলেজ গেটের পাশে কলেজ স্টোরসের সামনে থেকে ইকরাম মন্ডলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।