বাংলার ভোর প্রতিবেদক
‘মাদক অপরাধ দমনে শুধুমাত্র আইনের প্রয়োগই যথেষ্ট না’ এর পক্ষে ও বিপক্ষে যুক্তি বিষয়ক মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার যশোরের শার্শা উপজেলার নাভারণের আকিজ কলেজিয়েট স্কুল মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, যশোর এম এম কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও প্রভাষক মেহেদী হাসান প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামানসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল এবং সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ রানারআপ হয়েছে।