বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রিকসা চালকরা হট্টগোল করেছে। বুধবার সকালে কোর্ট মোড় চত্বর এলাকায় এই হট্টগোল দেখা যায়। সকাল বেলা যশোর পৌরসভা ও ট্রাফিক অফিস শহরের যানজট নিয়ন্ত্রণ করার জন্য অনিবন্ধনকৃত প্রায় ৩০ থেকে ৪০ টি রিকসা জব্দ করে।
বিনা নোটিশে রিকসা জব্দের ঘটনায় চালকরা বিক্ষিপ্তভাবে কোর্ট মোড় এলাকায় প্রায় ২০ থেকে ৩০ টি রিকসা আটকে রাখে। এ সময় রিকসার যাত্রীদের নামিয়ে দিয়ে রিকসার চাবি জমা রাখে তারা। পরে পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় জটলা দূর হয়।
মিঠুন হোসেন নামক এক রিকসা চালক বলেন, ট্রাফিক অফিস তাদের রিকসা আটক করে মামলা দিচ্ছে। তারা যেহেতু রিকসা চালাতে পারছে না, তাই অন্যদেরও রিকসা চালাতে দেবে না। সব চালকদের এক করে আন্দোলন করবে তারা।
এদিকে, আনোয়ারুল নামে অন্য এক রিকসা চালক পাল্টা অভিযোগ করে বলেন, তাদের রিকসা আটক করেছে প্রয়োজনে তাদের জন্য আমরা মিছিল করবো। কিন্তু এরা কেন হঠাৎ করে আমাদের রিকসার চাবি নিয়ে নেবে।
জাহাঙ্গীরর হোসেন নামে এক পথচারী বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কে রিকসা আটকে দেয়া হচ্ছে। যাত্রীদের নামিয়ে দিচ্ছে বিক্ষোভকারিরা। দেশে কোনো আইন নেই। যে যার মত যা মন চাচ্ছে তাই করছে। সাধারণ পথচারীরর কথা ওরা ভাবছে না।