বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পরিবহন শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের মনিহার মোড়ে অবস্থিত বিজয় স্তম্ব চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, শ্রমিক ইউনিয়ন ২২৭ সভাপতি সভাপতি মামুনুর রশিদ বাচ্চু। প্রধান বক্ত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।
যশোর শ্রমিক দল পরিবহন শাখার সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর শ্রমিক দল পরিবহন শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম ও সহ সভাপতি রবিউল ইসলাম লবিন।
এ সময় বক্তরা বলেন, ‘শীতের তীব্রতা বৃদ্ধির কারণে মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। বিশেষ করে গরীব-অসহায় মানুষের জন্য শীতের সময়ে বাঁচা কঠিন হয়ে পড়ে। তাই তারেক রহমানের নির্দেশনায় এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে শীতবস্ত্র বিতরণ করে এসব মানুষের কিছুটা উপকারে আসা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায় এবং শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষের জন্য ভবিষ্যতে আরও বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
কম্বল পেয়ে তারা শ্রমিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিক দলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
শিরোনাম:
- অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : সিনিয়র সচিব নাসিমুল গনি
- রাজপথে নামাতে বাধ্য করবেন না : আখতার হোসেন
- ভারত ও লন্ডনে বসে আ. লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা
- ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে