অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিব সরদার (২৭) নামের এক যুবককে আটক করেছে।
এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, একটি শর্টগানের ব্যারেল, শর্টগান বাট স্টক, শর্টগান বুলেট, একাধিক মাজেল কাভার, বিপুল পরিমাণ খালি ও ব্যবহৃত কার্তুজ, একাধিক মোবাইল ফোন, মাদক সেবনে ব্যবহৃত সামগ্রি, চারটি চাকু, একটি কুড়াল, একটি ধারালো ব্রেলেট, উদ্ধার করা হয়।
আটক রাকিব সরদার নুরবাগ এলাকার বাসিন্দা ।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছিল।
সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় সন্ত্রাসী তৎপরতা রোধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

