বাংলার ভোর প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক স্বপ্ন পথিক আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা আরজুর পৈত্রিক নিবাস সদরের এনায়েতপুরে পারিবারিক মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আলহমদ আলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এনায়েতপুর খানকায়ে ফুরফুরা শরীফের মুতাওয়াল্লী ও ইমামে সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আজাদুল কবীর আরজুর ছোট ভাই হারুন অর রশীদসহ স্থানীয় সামাজিক ব্যক্তিত্বরা মরহুমের জীবন থেকে আলোচনা করেন ও তাঁর জন্য দোয়া কামনা করেন। এ সময় তারা বলেন, এই শান্ত গ্রামের বনেদী পীরবাড়িতে জন্মগ্রহণকারী আজাদুল কবীর আরজু ছিলেন দেশের অন্যতম গুণী ও মানবিক ব্যক্তিত্ব। তার সেবামূলক কর্মকাণ্ড যশোর শহরসহ দেশের বিস্তৃত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পথ তৈরি করেছে। তিনি বিভিন্ন প্রান্তিক ও অবহেলিত শ্রেণির মানুষকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন। নারীদের জরায়ু ক্যানসারসহ জটিল রোগ থেকে রক্ষায় তিনি প্রায় এক লাখ নারীকে চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করেছেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অধ্যাপক শরিফ হোসেন শিক্ষা বৃত্তি চালু করেন, যা তার মানবকল্যাণমূলক চিন্তার অনন্য দৃষ্টান্ত। শেষ পর্যন্ত তিনি চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের জন্য মরণোত্তর নিজ দেহ দান করে গেছেন যা আমাদের দেশ তথা সমাজে বিরল দৃস্টান্ত স্থাপন করেছে।
দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের পাশাপাশি পরিবারের সদস্যরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, পরিচালক মাইক্রোক্রেডিট আজিজুল ইসলাম, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নেওয়াজ, উপপরিচালক আব্দুল জলিল, উপরিচালক টমাস বিশ্বাস, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন এনায়েতপুর খানকাশরিফের গদিনসিন পীর মোরশেদ সিদ্দিকী।
শিরোনাম:
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
- রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
- ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
- নির্বাচিত হলে দেখা করতে মিডিয়া লাগবেনা : ড. মনিরুজ্জামান
- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পিকনিক অনুষ্ঠিত
- আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ও খাল খনন করবো : হাবিব
- ‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’
- সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা

