বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর উন নবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নূর উন নবী ২০২২ সালের ১৫ জুলাই মারা যান। দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরুতে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। নেতৃত্ব্ দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের। তিনি দলটির যশোর জেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাসদের হঠকারী রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন বিএনপিতে। এই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন যশোর জেলা বিএনপির সহসভাপতি।

এছাড়া, যশোর সদর উপজেলা বিএনপিতে দীর্ঘ সময় ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নূর উন নবী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন যশোর পৌরসভার সাবেক তিন নম্বর ওয়ার্ডের (বর্তমানে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) কমিশনার।

প্রয়াত নূর উন নবী যশোরের রাজনৈতিক অঙ্গণের লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। স্বৈরাচার বিরোধী যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা ও নেতা। এ কারণে একের পর এক মামলায় তিনি কারাবরণ ও নির্যাতনেরও শিকার হয়েছেন। মৃত্যুর সময় নূর উন নবী ৭২টি মামলার আসামি ছিলেন।
এদিকে, ছেলে খুরশিদ আনোয়ার বাবু জানিয়েছেন, নূর উন নবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় যশোর কারবালায় পারিবারিকভাবে তার কবর জিয়ারত করা হবে। দুপুর ১২টার শংকরপুরের বাড়িতে এতিম শিশুদের নিয়ে হবে দোয়া অনুষ্ঠান।

Share.
Exit mobile version