বাংলার ভোর প্রতিবেদক
আজ বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো যশোরেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন এবং জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে আজ সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই যশোরের অফিস প্রধান প্রকৌশলী আসলাম শেখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, যশোর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থাকবেন।