সাতক্ষীরা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কলারোয়ার নাঙ্গলঝাড়া সম্মলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত জনসভায় নাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে, মাদক মুক্ত ও নাঙ্গলঝাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রথমেই খাল খনন করবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। এ সময় কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা শেখ শরিফুজ্জামান তুহিন, আব্দুস সালাম মধু, যুবদল নেতা এমএ হাকিম সবুজ, মৎস্যজীবী নেতা নুরুল আমিন, তাঁতীজীবী নেতা আব্দুল জলিল, জিয়াউর রহমান, আহসান হাবীব খান উপজেলা ছাত্রদলের সাজু, সাব্বির, ইয়ান খানসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
- রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
- ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
- নির্বাচিত হলে দেখা করতে মিডিয়া লাগবেনা : ড. মনিরুজ্জামান
- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পিকনিক অনুষ্ঠিত
- আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ও খাল খনন করবো : হাবিব
- ‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’
- সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা

