বৃহস্পতিবার দুপুর তিনটায় আইসিএবি মিলনায়তন ইসলামী ছাত্র আন্দোলন যশোরের শাখা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের জেলা শাখা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ উসামা বিন কামাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান সামাউন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ ইমরান হোসাইন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি