রিজাউল করিম, সাতক্ষীরা
ঈদকে সামনে রেখে ব্যস্ততার সময় পার করছে সাতক্ষীরা দর্জিরা। ঈদে নতুন পোশাক ঈদের আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই তো ঈদকে সামনে রেখে তৈরি পোশাক মার্কেটের পাশাপাশি মানুষের আনাগোনা বাড়তে দেখা যাচ্ছে দর্জিদের দুয়ারে।

নিউ মার্কেটের নবরূপা লেডিস টেইলার্সের কারিগর মিলন বলেন, গতবারের মতো এবারও আমাদের অর্ডার বেশি। ঈদের এই সময়টা আমদের অর্ডার বেশি আসে। রাত জেগে কাজ করতে হচ্ছে খাওয়া ঘুমের সময় পাচ্ছিনা। ঈদের দিন সকাল পর্যন্ত কাজ চলে আর জামা কাপড় ডেলিভারি ও করি।
তবে অনেক টেইলার্সই ক্রেতা খরায় ভুগছে। তাদের কাজের ব্যস্ততা বছরের অন্য দিনের মতোই। তাদের অভিযোগ, আগের মত এই পেশায় মানুষ থাকতে চাই না। কারণ সব কিছুর দাম বাড়লে ও আমাদের কাজের মজুরি বাড়েনি। আর মানুষ রেডিমেড জামা কাপড় এখন কিনে বেশি পরে।
নবরূপা লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, বর্তমানে কাস্টমার নতুন নতুন ডিজাইন বলে আমরা সেই অনুযায়ী কাজ করি। বিভিন্ন ডিজাইনে জামা তৈরি করি আমরা। আমাদের টেইলার্সে প্রতি পিস প্যান্ট সেলাই ২০০ থেকে ২৫০ টাকা, সালোয়ার কামিজ ৩০০ টাকা, ব্লাউজ ১৫০ টাকা, ব্লাউজ (সুতি) ১২০ টাকা, পেটিকোট ২০০ টাকা, ম্যাক্সি ৩৫০ থেকে ৪০০ টাকা, গাউন ৬০০ থেকে ১০০০ টাকা, বোরকা ৮০০ থেকে ১২০০ টাকা নেয়া হচ্ছে।