বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের যশোর জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপি কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও উদীচী সঙ্গীতের সাথে সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে এম এম কলেজ প্রাঙ্গনে শহীদমিনারে উদীচী জেলা কার্যালয় ও এমএম কলেজ শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করা হয়। সংগঠনের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু এই শপথ বাক্য পাঠ করান। উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ উদীচীর শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে আজ (বৃহস্পতিবার) বিকেলে সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কের দু’ধারে ৫৭টি তাল গাছের চারা রোপণ করা হবে।

Share.
Exit mobile version