বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে উদ্ধার হওয়া পিস্তলের মালিক শাকিল শেখকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে খুলনার রূপসা উপজেলার আইনগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবির শেখের ছেলে।

ডিবির এসআই কামরুজ্জামান জানান, গত ২৫ অক্টোবর দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই পিস্তল ছিলো শাকিলের। যা তার মাসহ স্থানীয়রা স্বীকার করেন। এছাড়া শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্র উদ্ধারের পর থেকেই সে আত্মগোপনে চলে যায়। ডিবি পুলিশ শাকিলকে আটকের জন্য অভিযান শুরু করে। সেই সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে ভোরে খুলনা থেকে আটক করা হয়। পরে তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে সে এ বিষয়ে বর্ণনা দেয়। অস্ত্রের উৎসসহ বিভিন্ন দিক নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমাণ্ডের আবেদন প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version