শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উপকূল রক্ষা বাঁধের পাশে থাকা গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও এবং স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান হাফিজ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান মানববন্ধনে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,গাবুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২০৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদীর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ টাকা মূল্যের কাটা গাছগুলো স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করছেন। গাছ কাটলেও মাথাব্যথা নেই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এভাবে গাছ কর্তন হতে থাকলে মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠী।

এ সময় আরও বক্তারা বলেন, আইলা পরবর্তী সময়ে লোনা পানিতে দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়ন মরুভূমিতে পরিণত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গাবুরা ইউনিয়নে রাস্তা-বেড়িবাধের আশপাশে এবং নদীর চরে বনায়ন করা হলেও কিছু স্বার্থনেষী পরিবেশ বিমুখ মানুষের কারণে এ কার্যক্রম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version