বাংলার ভোর প্রতিবেদক:
এনআরবি ব্যাংক লিমিটেড এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (এসএইচএসটিপিআইএ) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডার্স্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা পার্কের বিজনেস সেন্টারে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এনআরবির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকির আমিন চৌধুরী এবং এসএইচএসটিপিআইএ-এর পক্ষে সভাপতি আহসান কবীর এমওইউতে স্বাক্ষর করেন। পরে ফাইল হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই চুক্তির ফলে এসএইচএসটিপিআইএ-এর সদস্যদের ব্যবসা উন্নয়নে সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করবে এনআরবি। এতে উভয় পক্ষ লাভবান হবে।
আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ।
এসএইচএসটিপিআইএ-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, এনআরবির হেড অব এসএমই এ এম জাহেদ এবং যশোর শাখার ব্যবস্থাপক ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৌমিত্র বিশ্বাস।
এর আগে একই স্থানে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি টেকসিটি বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় পার্কের ১০টি কোম্পানি।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, টেকসিটির নির্বাহী পরিচালক হারুনুর রশিদ, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, স্কলারসটেকের সিইও আহসান কবীর, টেকনোসফটের মো. শাহজালাল, টেকনোলজির অজয় দত্ত, বর্ণ আইটির উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান দুটিতে এনআরবির হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এমডি আরিফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা, শেখ হাসিনা পার্কের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, বিনিয়োগকারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।