কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, সহ সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী ও আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক এ, আর আসকারী, প্রচার বিভাগের মিডিয়া সম্পাদক ড. মিজানুর রহমান, ছাত্র শিবিরের অফিস সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য গোলাম ফারুক, সিনিয়র সদস্য জিএম শামসুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, সদস্য শেখ লুৎফর রহমান, হাফেজ আব্দুল গফুর, শেখ নাজমুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে সাংবাদিকদের প্রতি আহবান জানান সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের।
অপরদিকে, এদিন দুপুরে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে মতবিনিময় পৃথক মতবিনিময় করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এস এম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ, সদস্য আফজাল হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, শের আলী, আবু হাসান, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম, ফারুক হোসেন, মাসুদ খান প্রমুখ।