কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।

Share.
Exit mobile version