মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বাণিজ্যিকভাবে বরই চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অল্প সময়ে অধিক লাভজনক হাওয়াই প্রতি বছর বাড়ছে বরইের আবাদ। এ বছর প্রাকৃতিক কোন দুর্যোগের সৃষ্টি না হওয়ায় এবং অনুকূল পরিবেশ বিরাজ করায় কুল চাষের বাম্পার ফলন হয়েছে। কুল চাষে স্বাবলম্বী কৃষক আবুল বাশার। ভাগ্য খুলেছে তার। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় গত বছর উপজেলার বিষ হেক্টর জমিতে কুল ও বরই চাষ হয়েছে। বাজার এবং চাষীদের চাহিদা অনুযায়ী এবার ৩০ হেক্টর জমিতে বরই এবং কুলের আবাদ হয়েছে। কেশবপুরে অনুকূল পরিবেশ এবং কম খরচে লাভবান হওয়া যায় বলে এ অঞ্চলের বেশিরভাগ কৃষকরা কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়া এ অঞ্চলের বেশিরভাগ মৎস্য ঘেরের মালিকরা ঘেরের পাড়ে কুল চাষে আগ্রহী হয়ে উঠেছে। নতুন করে কেউ বাগান করতে চাইলে উন্নত জাতের কুল ও বরই এর চারা এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা প্রদান করবে। এলাকার চাষিরা বলেন এ বছর উপজেলা চাষিদের চাহিদা প্রায় ৩০ সেক্টর জমিতে বরই এবং কুলের আবাদ হয়েছে। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতিবছর বাড়ছে বরইয়ের আবাদ। এ অঞ্চলে হোয়েল কুল বাউফুল বল সুন্দরী কুলের চাষের প্রচলন ছিল।
কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ত মাহমুদা আক্তার বলেন, অল্প খরচে বেশি লাভ হওয়ায় কুল চাষে আগ্রহ বেড়েছে। আমরা এ অঞ্চলের কুল চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করছি।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস