খুলনা অফিস
চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনায় খুলনায় দুটি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে খুলনার মোহাম্মদনগর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, খুলনার হরিণটানা থানার মোহাম্মাদনগরে ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনা করে আসছে। এর ভিত্তিতে ক্লিনিক দুটিতে অভিযান চালানো হয়।
এ সময় ছফুরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানকে এক লাখ টাকা এবং মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুরুন্নাহারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Share.
Exit mobile version