চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় রবিউল ইসলাম (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার চাঁদপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিউল ইসলাম চাঁদপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে সাড়ে সাতটার দিকে বাড়ি ফেরার পথে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোর নেয়ার পথে আব্দুলপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।
