বাংলার ভোর প্রতিবেদক
২৩ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণবঙ্গের নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোর বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবছরের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানমালা সাজানো হয়। দিনব্যাপি এ অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা। প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, জয়তী সোসাইটির ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুর-অর-রশিদ, মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, গ্রাম আদালতের জেলা ম্যাজিস্ট্রেট মহিতোষ কুমার রায়, সমাজসেবক ডা. নাজিমউদ্দিন মোল্লা, মমতাজ বেগম, শিক্ষক মিজানুর রহমান।

স্বাগত বক্তব্যে সোসাইটির ২৩ বছরের কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির সকল কর্মীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার ও শাহনাজ পারভীন রূপা।

Share.
Exit mobile version