ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব হোসেনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল আইয়ুব হোসেনের পদ্মপুকুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (সার্বিক) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আইয়ুব হোসেনকে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় আসামি করে চালান দেয়া হয়েছে।
অগ্নিকান্ডের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দে জানান, শনিবার রাত ২ টার দিকে স্কুল কমিটির একজন সদস্য স্কুলের স্টোর রুমে আগুনের ঘটনা আমাকে জানান। এরপর বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী পুলিশ পরিদর্শক এবং তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রাত অনুমান ২ টার দিকে দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৌঁছায়। কে বা কারা স্কুলের স্টোর রুমে আগুন দিয়েছে। তবে কেরোসিন বা পেট্রোলের কোন আলামত পাওয়া যায়নি।
আগুনের ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল জানান, এ ঘটনাটি ভোট কক্ষ বা কেন্দ্র রিলেটেড বিষয় নয়। ভোট কেন্দ্রের নিরাপত্তার ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা