ঝিনাইদহ প্রতিনিধি
চার কোটি টাকার বেশি মূূল্যের ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২০) নামে এক চোরাচালানীকে আটক করেছেন ঝিনাইদহের ৫৮ বিজিবির টহলরত সদস্যরা। গতকাল সকালে সীমান্তবর্তী মহেশপুর উপজেলার মাটিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুরের মাটিলা গ্রামের বাসিন্দা।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৭ সদস্যের একটি টহলদল দুই ভাগে ভাগ হয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এবং উপঅধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে সীমান্ত পিলার ৫২/১৮ আর হতে দেশের ২শ গজ অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানে দুটি পৃথক স্থানে ওৎ পাতে। গতকাল সকাল অনুমান ৮টা ২০ মিনিটের দিকে চোরাচালানী পায়ে হেঁটে সীমান্তের দিকে যাবার চেষ্টা করলে তাকে ধাওয়া করে। চোরাচালানী ঘনকুয়াশার সুযোগে ভারতের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার ফেলে দেওয়া সাদা কাপড়ের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেট ভূট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার বারের মূল্য আনুমানিক চার কোটি ছয় লাখ টাকার বেশি বলে বাজার যাচাই করার পর জানা গেছে।
এ ব্যাপারে সীমান্তবর্তী মহেশপুর থানায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্র্রেজারি অফিসে জমা দেবার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি ব্যাটালিয়ন পরিচালক মাসুদ পারভেজ রানা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version