বাংলার ভোর প্রতিবেদক
জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগে শহরের পিস হাসপাতালের মালিক ডাক্তার মোসলেম উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। অপর আসামি দলিল লেখক চাঁচড়া পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে টুটুল। রোববার চাঁচড়ার মৃত নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আহমেদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, সালাউদ্দিন আহমেদ পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি বিক্রির ঘোষণা দেন। জমি বিক্রির সংবাদ জানতে পেরে ডাক্তার মোসলেম উদ্দিন এ জমি কেনার প্রস্তাব দেন। ৬৩ লাখ টাকা দাম নির্ধারণ করে ২০২৩ সালের ১৪ আগস্ট ২ দশমিক ৮৯ শতক ও ৮ নভেম্বর এক দশমিক ১৫ শতক জমি দলিল করে দেন সালাউদ্দিন আহমেদ। দলিল করে দেয়া জমির মোট দাম ২৮ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে ডাক্তার মোসলেম উদ্দিন ১৬ লাখ টাকা দিয়ে বাকি ১২ লাখ ৬০ হাজার টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। গত ২০ এপ্রিল ডাক্তার মোসলেম উদ্দিনের বাড়ি পিস হাসপাতালে গিয়ে বাকি টাকা চাইলে তিনি না দিয়ে বাকি ৬ শতক জমিরও তার বলে দাবি করেন।
সালাউদ্দিন আহমেদ খোঁজখবর নিয়ে জানতে পারেন, আসমি ডাক্তার মোসলেম উদ্দিন অপর আসামির সহযোগিতায় বাকি ৬ শতক জমির মধ্যে ৮ নভেম্বর ও ২৮ নভেম্বর আদালা দুইটি জাল দলিল করেন। যাতে সালাউদ্দিন ও তার মা এবং বোনদের জাল স্বাক্ষর করা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।