তালা সংবাদদাতা
তালার মাগুরাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমারের কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে মাগুরা বাজারে এ নির্বাচনী করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান কাপ পিরিচ মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক গনেশ দেবনাথের সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার।
এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহসীন হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান গাজী, বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম, দেবাশীষ মুখার্জি, গৌর বসু, নূর ইসলাম, গোপাল বসু,আব্দুল করিম,রবিউল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করছে মাগুরা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।