শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়া ৪টি লাউভোল মাছ, ৩টি সোনাভোল ও ৫টি মেদ মাছ ২ লাখ ৯১ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এলাকার দোবেকি এলাকার খাল থেকে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
গতকাল সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার গাবুরায় মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী মাছগুলো কিনে নেন।
জেলেরা জানায়, মুজাহিদুল ইসলাম অয়ন কোম্পানির কাছ থেকে দাদন নিয়ে চলতি মাসে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তিন জেলে নজরুল কয়াল, সালাম তরফদার ও হাফিজুর রহমান। তাদের জালেই ধরা পড়ে মাছগুলো।
মাছের ক্রেতা বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি মৎস্য আড়তের রোহান ফিস মালিক মুসা গাজী জানান, সুন্দরবনে যে কয় প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাভা ও ভোল মাছ অনেক দামে বিক্রি করা হয়। এই মাছ খুব দামি, বিদেশে রফতানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করে। আবার অপারেশনের সুতা তৈরিতেও এই মাছের ফুলকি ব্যবহার হয় বলে শুনেছি। এছাড়া মেদ মাছও ভালো দামে বিক্রি হয়।
শিরোনাম:
- চারুতীর্থের তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন
- যশোর সদরে এলডিপি’র প্রার্থী খালেকুজ্জামান রিপন
- ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
- শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিল
- ঝিকরগাছা মহিলা কলেজে স্তন ক্যান্সার সচেতনতায় আলোচনা
- আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
- সংকীর্ণ সড়কে অনিয়ন্ত্রিত যান : নড়াইল-যশোর রুটে বাড়ছে মৃত্যুর মিছিল
- আগামীকাল শুরু হচ্ছে ভবদহ অঞ্চলের পাঁচ নদী পুনঃখনন কাজ, জলাবদ্ধতা অবসানের সম্ভাবনা
