মহেশপুর সংবাদদাতা

আর কখনো পরীক্ষা দিতে যাবে না আফিয়া খাতুন আনম (১১) ও ছাফিয়া খাতুন (৭) নামের দুই শিশু শিক্ষার্থী। পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে ওই দুই শিশু শিক্ষার্থী।

বুধবার সকালে মহেশপুর উপজেলার খোষালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পঞ্চম শ্রেণী পড়ুয়া আফিয়া খাতুন আনম ওই গ্রামের সবিদুল ইসলামের মেয়ে ও তৃতীয় শ্রেণীর ছাত্রী ছাফিয়া খাতুন খাইরুল ইসলামের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।

ইউপি সদস্য ইনামুল ইসলাম জানান, সকালে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার আগে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ছাফিয়া পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন আফিয়া খাতুন।

একপর্যায়ে তারা দু’জনই পানিতে ডুবে যায়। এরপর আনিসা নামের এক কিশোরী বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী প্রায় ৪০ মিনিট খোঁজাখুজির পর দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।

Share.
Exit mobile version