অভয়নগর সংবাদদাতা
নওয়াপাড়া পৌর ভবনে পৌর মেয়রের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পৌর পরিষদের আয়োজনে পৌর ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য যোগদান করা প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, বিপুল শেখ, আলহাজ্ব মিজানুর রহমান, সরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা খাতুন, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শেষে পীরবাড়ী মাদরাসার শিক্ষক হাফেজ আবু দাউদ কচি বিশেষ দোয়া পরিচালনা করেন।