বাংলার ভোর প্রতিবেদক
নকল বই বিক্রির প্রতিবাদে যশোরে দোকান বন্ধ করে বিক্ষোভ করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মণি সড়কস্থ বই মার্কেটে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, মুক্তিযোদ্ধা আলী হোসেন মণি সড়কস্থ বই মার্কেটে দুই বছরের বেশি সময় ধরে নকল বই বিক্রি করে আসেছে বুক প্যালেসের স্বত্বাধিকারী বজলুর রহমান মানিক। বিগত সরকারের ক্ষমতার অপব্যবহার করে এতদিন তিনি এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর নকল বই বিক্রির অভিযোগে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি তাকে বহিস্কার করে। একই অভিযোগ স্থানীয় থানায় অভিযোগ দেয় সমিতি। তারপরেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তিনি নকল বইয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বজলুর রহমানের এমন কাজে সাধারণ ক্রেতাদের কাছে সকল ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে। এ সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা বজলুর রহমানের দোকানে সামনে বিক্ষোভ করলে তিনি দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে উত্তেজিত ব্যবসায়ীদের শান্ত করেন।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোরের সভাপতি মাসুদুর রহমান জানান, ‘অনেক দিন ধরে বুক প্যালেস নকল বই বিক্রি করে আসছে। নকল বই অর্ধেক দামে বিক্রি করতে পারে। আর সেখানে আমরা ব্যবসায় বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ছি। আমরা বই ক্রেতার কাছে বই বিক্রি করলে সিল স্বাক্ষর দিয়ে থাকি। আর বুক প্যালেস কোন সিল দেয় না। অনেক সময় ক্রেতারা অভিযোগ করে বই’র মধ্যে ছিড়া কাটা রয়েছে। নকল বই বিক্রির কারণে আমাদের সমিতির সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’
সমিতির সহ- সভাপতি কবির হোসেন জানান, ‘বুক প্যালেস নকল বই বিক্রি করে। বিভিন্ন কৌশলে বই সংগ্রহ করে। বিভিন্ন অভিযোগে আমরা ২ বছর আগে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। কোন প্রতিকার পাইনি। তাই আমরা আজ মার্কেটের সকল দোকানদার বিক্ষোভ কর্মসূচি করছি। দ্রুত প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
তবে অভিযুক্ত ব্যবসায়ী বজলুর রহমান সাংবাদিকদের জানান, তিনি আওয়ামী লীগ ঘরানার রাজনীতি করতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দোকান উচ্ছেদ করতে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। নকল বই নামে তার কাছে কোন বই নেই।’
এই বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, ‘বিক্ষোভ ও হট্টগোলের খবর জানতে পারার কারণে একটি মোবাইল টিম বই মার্কেটে যায়। রাত পর্যন্ত ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।’