নড়াইল প্রতিনিধি
নড়াইলে বহুলালোচিত হত্যাসহ একাধিক চুরি ছিনতাই মামলার আসামি নূরুনবী শেখ ওরফে নুরু চোরকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬)। এ সময় নুরুর কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়।

১৭ জানুয়ারি সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরু চোরা ভওয়াখালী এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৭টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া নূরনবী শেখ ওরফে নুরুকে গ্রেফতার করে।

এ সময় নুরুর স্বীকারোক্তি মোতাবেক ভাড়া বাসার ডাইনিং রুমের জুতার র‌্যাকের ভেতর হতে একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামি নুরু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে এলাকায় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তার নামে নড়াইল সদর থানায় মাঝি হত্যা, ভাংগাড়ি ব্যবসায়ী মুজিবর হত্যাচেষ্টা, চাঁদাবাজি, দস্যুতার মামলা রয়েছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রেফতার নুরু শেখের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version