বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূল বলেছেন, স্বৈরাচার হাসিনাকে সরাতে এদেশের তরুণ যুবকদের এক মাসের সম্মিলিত আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই নতুন স্বাধীন দেশে কোন চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না।

শনিবার দুপুর ২টায় যশোরের বাঘারপাড়ায় জামদিয়া ইউনিয়নে মসজিদের ইমাম খতিব ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গত ৯ জুলাই মিডফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদাবাজ নৃশংস ও পৈশাচিক হামলায় ব্যবসায়ী সোহাগ নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজে জোরালো ভূমিকা রাখার জান্য ইমামদের প্রতি আহবান জানান অধ্যাপক গোলাম রসূল।

বাঘারপাড়া উপজেলা জামায়াতের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আবু ঈসাসহ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল আরও  বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা অপরিসীম। দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনে আগামী সংসদ নির্বাচনে সৎ যোগ্য নেতৃত্ব যেন সংসদে আসতে পারে সে বিষয়ে সমাজে ভূমিকা রাখার আহবান জানান।

Share.
Exit mobile version