বাংলার ভোর প্রতিবেদক
সড়কে বেপারোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে নিয়ন্ত্রনহীন হয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাইভেটকারের (যশোর-ক-১১-০০৩২) চালক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলাটি করেছেন শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়ার নাফিছুর ইসলাম খান (৩৫)।
আসামি জয়নাল আবেদীন (২১) সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা।
নাফিছুর রহমান খান এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট বোন রিমা খাতুন, ধর্মতলা স্কুলের পেছনের আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদের সরদার রিজভী এবং খুলনার সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে স্নেহা ওরফে সোনিয়া গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে চালক জয়নাল আবেদীনের প্রাইভেটকারে করে ধর্মতলা থেকে দেয়াড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে প্রাইভেটকারটি কায়েমখোলা রোডের উত্তর দিকে পৌছালে রাস্তার পাশের একটি মেহগুনি ও খেজুর গাছে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। পরে ৪জনকে উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার বোন রিমা মারা যান। এরপরে উন্নত চিকিৎসার জন্য রিজভী ও চালক জয়নালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিজভী মারা যান। জয়নালের অবস্থাও আশংকাজনক। আর স্নেহা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চালক বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালানোর কারণে ওই দুর্ঘটনা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।