বাংলার ভোর প্রতিবেদক

প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে এসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পলাশী স্কুল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষায় জোর দেয়ার আহ্বান জানিয়েছেন পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেই সাথে তিনি আরও উল্লেখ করেন যে শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদের দায়িত্ব নিয়ে সন্তানের পড়াশুনা ও নিয়মিত স্কুলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বর্তমান কমিটি স্কুলের পড়াশুনার পরিবেশসহ শিক্ষক এবং অভিভাবকদের সাথে যোগাযোগের এক সেতু বন্ধন তৈরি করতে সর্বদা সচেষ্ট থাকবে, যাতে করে ভালো ফলাফলসহ পলাশী স্কুলের সুনাম বৃদ্ধি পায়।

ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা বলেন, মাধ্যমিক বিদ্যালয় পর্যায় থেকেই উচ্চতর শিক্ষার প্রস্তুতি নিতে হবে, তা না হলে আমরা বাংলাদেশে তথা আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে যাবো। একই সাথে পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে দেশের মধ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নিখিল কুমার শীল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সদস্য সচিব সাঈদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন পিন্টু, সাধারণ সম্পাদক সিয়াম হোসেন। শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সুজন ভূইয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version