পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স স্টার প্রজেক্ট-২ এর উদ্যোগে সোলাদানা ও লস্কর ইউনিয়নে কৃষকদের মাঝে ধান বিজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনজনিত খরা ও লবণাক্ততার চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে “লিডার্স “ চলতি ৪ ডিসেম্বর উপজেলার সোলাদানায় ও ৭ তারিখে লস্কর ইউনিয়ন পরিষদে উন্নতমানের খরা ও লবণাক্ততা সহিষ্ণু ধান বিজ এবং জৈব সার বিতরণ করা হয়।
আরও পড়ুন .. .. ছাত্রদল নেতা পলাশের মৃতুব্যার্ষিকী পালিত
এ সময় উপস্থিত ছিলেন লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্ল্যাহসহ দু’ ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, আবু সাঈদ, দিলীপ কুমার মন্ডল, টিএম হাসানুজ্জামান, পরমানন্দ সানা, মোফাজ্জেল হোসেন, সচিব ফারুক হোসেন, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেনসহ প্রকল্পের সিএম সদস্যরা।
সংশ্লিষ্টরা লিডার্স সংস্থার এ উদ্যোগকে উপকূলীয় কৃষি উন্নয়নের একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করছেন।
