শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো. ফারুক হোসেন (৩৩)। ফারুক এক বছর আগে কচুয়ার একটি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

ফারুকের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ফারুক আগে থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঈদের ছুটিকে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তারা বন্ধুরা ফুটবল খেলেন। একপর্যায়ে জোহরের নামাজ আদায়ের জন্য পাশের পুকুরে অজু করতে যান ফারুক। তবে দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না মেলায় পরে পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগেও তিনি কয়েক বার মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। গতকাল মৃত্যু হলে আজ তাঁর দাফন সম্পন্ন হয়।

Share.
Exit mobile version