অভয়নগর প্রতিনিধি
বাঘারপাড়াতে যশোর-৪ আসনের সংসদ সদস্য এমানুল হক বাবুলকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার বাগড়ি স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, অভয়নগর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম (অব.) ঘনশ্যাম মজুমদার। এসময় এনামুল হক বাবুল বলেন, আমি চাই এই মাঠে খেলা অব্যাহত থাকুক। আর খেলাধুলা ছাড়া মাদক দূর করা সম্ভব নয়। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া উচিত।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version