বাংলার ভোর প্রতিবেদক

৪ এপ্রিল যশোরের গণহত্যা দিবস স্মরণে বাম গণতান্ত্রিক জোট যশোরের আয়োজনে আলোচনা সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও  বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। জোটের যশোর জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে অনুষ্ঠিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সিপিবি নেতা গাজী গোলাম মোস্তফা, জেলা বাসদের আহ্বায়ক শাহজাহান আলী, শহীদ পরিবারের সদস্য ও বাসদ নেতা হাসিনুর রহমান, উদীচী যশোরের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, শহীদ পরিবারের সদস্য কাজী মফিজুল হক, গ্রেগরী সরদার, রিয়াদ রহমান, সওগত কামাল দিপু প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান।

Share.
Exit mobile version