নিজস্ব প্রতিবেদক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৩২তম সাহিত্য সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস পাড়াস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কবি ও কলামিস্ট বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দীনেশ মন্ডল, ড. শাহনাজ পারভীন, কবি নাঈম নাজমুল, কবি আমির হোসেন মিলন।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সহসভাপতি নূরজাহান আরা নীতির উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অধ্যাপক সুরাইয়া শরীফ, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, রাজপথিক, সঞ্জয় নন্দী, সহকারী অধ্যাপক অরুণ বর্মন, এম এ কাসেম অমিয়. অ্যাড. মাহমুদা খানম, ইরফান খান, ডা. অমল কান্তি সরকার, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ^াস, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, এমএনএস তুর্কি, সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম, হাজারী লাল সরকার প্রমুখ।
সভায় কবি এমএনএস তুর্কির জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কবি ভদ্রাবতী বিশ^াসের জমজ সন্তান সৌরভ বিশ^াস অয়ন, গৌরব বিশ^াস তোতন এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
শিরোনাম:
- যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক
- স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
- কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
- মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
- কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
- ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন

