বাংলার ভোর প্রতিবেদক

বেসরকারি রেজিস্টার্ড পাঠাগারগুলোকে গেজেটভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ বেসরকারি পাঠাগার সমিতি ও শিক্ষা ফাউণ্ডেশন যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে বেসরকারি পাঠাগারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব পাঠাগার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাঠাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গেজেটভুক্ত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সরকার ইতোমধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলেজগুলোকে গেজেটভুক্ত করেছে। বেসরকারি পাঠাগারগুলোকে গেজেটভুক্ত করা হলে এ খাতে আরও বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হবে।

এর মাধ্যমে পাঠাগারগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও বইয়ের সংগ্রহ বাড়বে। এ সময় বক্তারা তাদের বেতনভাতা সর্বনিম্ন ৪ হাজার টাকা করার জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা ফাউণ্ডেশনের সভাপতি অহিদুজ্জামান, কন্দবপুর গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, কবি শিমুল আজাদ গ গ্রন্থাগারের সম্পাদক আহসান হাবীব, রাইচ গ্রন্থাগারের নিলুফা ইয়াসমিন, উপশহর গ্রন্থাগারের মনোয়ারা সুলতানা প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Share.
Exit mobile version