বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে কেশবপুর উপজেলার ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কেশবপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়ন ফার্মেসিক পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অভিযোগে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, ইসলাম মেডিকেলকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৫১ ধারায় ১৫ পনেরো হাজার টাকা এবং মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিককে সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৩৯ ও ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী কাজের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপসহ আদায় করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার।