বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মাস্টার শহিদুল ইসলামের মেয়ে সামিয়া (৭) ও ছেলে সাবিদ (৫) । এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাড়ির সকলে যখন কাজ করছিল, এ সময় ভাই-বোন বাড়ি থেকে বের হয়। পাশে বড় পুকুরে গরমে তারা মুখে পানি দিতে যায়। এ সময় বড় ভাই পা পিছলে পুকুরে পড়ে যায়।

ছোট বোন তখন তাকে ধরতে গিয়ে পানিতে পাড়ে যায়। তাদের বাড়িতে না পেয়ে বাবা-মা খুজতে বের হয়। কিন্তু তাদের খুজে পায় না। পাড়া থেকে বাড়িতে ফেরার পথে একজনের লাশ ভেসে উঠা দেখে পানিতে নামে শহিদুল ইসলাম।

সেখানে আর একজনের লাশও পাওয়া যায়। স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাদের পাশ্ববর্তী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ সেখানে যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Exit mobile version