মাগুরা সংবাদদাতা

 

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে মামলার আসামিদের উপস্থিতিতে ৩ নম্বর সাক্ষী ইব্রাহিম, ৪ নম্বর সাক্ষী হযরত ও ৫ নম্বর সাক্ষী দেলোয়ারের সাক্ষ্য রেকর্ড করেছেন শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করে বাকি সাক্ষীদের মধ্য থেকে দশজনের  সাক্ষ্য গ্রহণের জন্য সময় নির্ধারণ করেছেন বিজ্ঞ আদালত। চাঞ্চল্যকর এ মামলায় সর্বমোট ৩৭ জন সাক্ষী রয়েছেন।

 

এর আগে মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে রোববার ও আজ সোমবার মোট ছয় জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

ধারাবাহিকভাবে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, মামলার কার্যক্রম প্রতিদিনই এগিয়ে নেয়া হচ্ছে যাতে ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা যায়। মঙ্গলবার ৩৭ সাক্ষীর আরও দশ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

 

৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেন।

Share.
Exit mobile version